পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। ভাঙনের মুখে আনোয়ার হোসেন মঞ্জুরের দল জাতীয় পার্টি (জেপি)। কমিটি গঠনের একমাস যেতে না যেতেই সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ৬ শতাধিক নেতাকর্মী আনোয়ার হোসেন মঞ্জুরের দল জেপি ছেড়ে পাড়ি জমিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিতে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন।
বিজ্ঞাপন
ভান্ডারিয়া উপজেলার চড়খালী বিএনপির কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগতম জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক এমপি অ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ বিএনপির নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আতিকুর ইসলাম উজ্জ্বল তালুকদার বলেন, তারেক রহমানের যে ৩১ দফা সেই ৩১ দফার ওপরে বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির আদর্শকে বুকে ধারণ করে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের করেছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই সংগঠনকে ভান্ডারিয়ার বুকে সংগঠিত করা। এই দ্বায়িত্ব আমরা সবাই মিলে কাঁধে নিলাম। আমরা জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করলাম। আমরা এলাকার মানুষের পাশে থাকতে চাই এলাকায় উন্নয়নে শরিক হতে চাই সেটাকে সামনে রেখে আজকে আমাদের যোগদান।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড.বিলকিস জাহান শিরিন জানান, জাতীয় পার্টি থেকে বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তারা আমাদের দলের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন এবং তারা এই দলে যোগদান করেছেন। আমরাও তাদের অভিনন্দন জানিয়েছি। আজকে তারা প্রায় ৬ শতাধিক নেতাকর্মী যোগদান করেছে।
প্রতিনিধি/টিবি

