রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

শেয়ার করুন:

ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে পৌর শহরের মেইন বাজারের দুধসারা সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এসে উৎসুক জনতাকে সামলাতে থাকেন।


বিজ্ঞাপন


খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হাশেম জানান, রাত আনুমানিক ৯ টার পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট ছুটে যায়। পরে মহেশপুর উপজেলা থেকে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। 

এছাড়াও স্থানীয় জনগণ আগুন নেভানোর কাজে সহায়তা করে। আগুনের ঘটনায় ফুচকা হাউজসহ একটি চট-বস্তার দোকান ভস্মীভূত হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই অফিসার।

আগুনে ক্ষতিগ্রস্ত চট ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বলেন, রাত ৭ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে রাত সাড়ে ৯ টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি।


বিজ্ঞাপন


এদিকে আগুনের সুত্রপাতের বিষয়ে কিছু জানা না গেলেও পু্ড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তৌহিদুল ইসলাম প্রতিবেশী চট ব্যবসায়ী ডাবলুকে দায়ী করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডাবলু আমাকে হুমকি দিয়ে আসছে। এর আগে সে আমার নামে থানায় মিথ্যা মামলা দিয়েছে। দোকানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এঘটনায় তিনি ডাবলুকে দায়ী করেন।

দুই বছর পূর্বেও একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর