সাবেক মন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। পরে প্রাণবন্ত আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. গোলাম সারোয়ার, ডা. লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
জিয়াউর রহমান সরকারের আমলে আব্দুল মান্নান শিকদার ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আলোচনা পর্বে বক্তারা তার রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, আব্দুল মান্নান শিকদার ছিলেন সৎ, আদর্শবান ও জনদরদি রাজনীতিবিদ। তাঁর সততা, নীতিনিষ্ঠতা ও মানবিক মূল্যবোধ আজকের প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
উল্লেখ্য, “আব্দুল মান্নান শিকদার: সমাজ, রাজনীতি ও মানবতার দৃষ্টান্ত” শীর্ষক জীবনীগ্রন্থটির লিখেছেন সায়েমা জেরিন।

