রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে মুখ্য সচিবের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে নির্বাচন ও গণভোট নিয়ে মুখ্য সচিবের মতবিনিময় সভা

গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে সভায় নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার অনুকূল পরিবেশ তৈরিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

‘দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে’

এসময় জনমত গঠন এবং সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশ দেন তিনি।


বিজ্ঞাপন


সভায় গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় প্রচারণা বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সভায় জানানো হয়, জেলার পাঁচটি উপজেলায় ৩০টি কমিউনিটি সভা, ৫৩টি উঠান বৈঠক, ৭৪টি তথ্য প্রদর্শনী, নিয়মিতভাবে মাইকিং চলছে, ১২৪টি কার্যালয়ে ব্যানার স্থাপন, ৫৮৮৭টি লিফলেট বিতরণ, ৯০২ টি ভোটারের আলাপের আয়োজন করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ বেতারে জেলা প্রশাসকের অবহিতকরণ সভা, ডিজিটাল স্ক্রিনে প্রচারণা অব্যাহত রয়েছে বলে সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেন ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, বিভিন্ন অঞ্চলের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার, জেলা পুলিশ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর