শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোর-৩ আসন (সিংড়া)

১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী এম এম জার্জিস কাদির বাবুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।


বিজ্ঞাপন


এসময় লিখিত বক্তব্যে জুলাই যোদ্ধা মেহেদী হাসান বলেন, এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবু জুলাই গণঅভ্যুথান পর সে আমাদের পরিবারের খোঁজ খবর নেয়নি। কোনো সাহায্য সহযোগিতা করেনি। আর করবেই বা কেন, সে ফ্যাসিবাদ ধারণ করে। সে একজন লোভী, পল্টিবাজ, দুর্নীতি গ্রন্থ মানুষ। সে জুলাই বিপ্লবকে ধারণা করে না। বিগত দেড় বছরে আমরা তার কোনো সাক্ষাৎ পেলাম না। সিংড়ার মানুষ তাকে চেনে না, জানে না।

আরও পড়ুন

বিএনপি প্রার্থী দুলুকে সমর্থনের ঘোষণা দিলেন গণঅধিকার পরিষদের নেতারা

তিনি আরও বলেন, বিএনপি নেতা তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা হাতিয়ে নেন। তারপর রাজশাহী আওয়ামী লীগের নেতা খায়রুজ্জামান লিটনের হাত ধরে আওয়ামী লীগে আসেন এবং নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিযুক্ত হোন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আস্থাভাজন ছিলেন এবং ২০১৮ সালের নির্বাচনে স্বৈরাচারী হাসিনার ভোটে অগ্রণী ভূমিকা পালন করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শহীদ রিদয়ের বাবা রাজু আহমেদ, শহীদ সোহেল রানার বাবা আব্দুল মোতালেব, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, সচেতন নাগরিক সমাজের ইলিয়াস বিন আনিস আল-আমিন প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর