শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় অবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস এসপির

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় অবৈধ অস্ত্র নিয়ে চিন্তিত প্রার্থীরা, উদ্ধারের আশ্বাস এসপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে থানা থেকে লুট হওয়া এবং বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কুষ্টিয়া ৪ আসনের বৈধ সংসদ সদস্য প্রার্থীরা।

শনিবার (১৭ জানুয়ারি) কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজেদের বক্তব্যে প্রার্থীরা এমন উদ্বেগ প্রকাশ করেন। সেখানে সকাল সাড়ে ১০টায় মতবিনিময় সভার আয়োজন করে কুমারখালী ও খোকসা থানা পুলিশ। প্রায় চার ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান শেষ হয় দুপুর আড়াইটার দিকে।


বিজ্ঞাপন


উদ্বেগ প্রকাশ করা প্রার্থীরা হলেন - কুষ্টিয়া ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আনোয়ার খাঁন, বাংলাদেশ মাইনরিট পার্টির প্রার্থী তরুণ কুমার ঘোষ, আমার বাংলাদেশ, এবি পার্টির প্রার্থী আবু বক্কর সিদ্দিক, গণফোরামের প্রার্থী আব্দুল হাকিম মিঞা ও বাংলাদেশ লেবার পার্টির মো. শহিদুল ইসলাম।

আরও পড়ুন

চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, গ্রেফতার ২ ভাই

প্রার্থীদের অভিযোগ ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। পদ্মা-গড়াই নদীতে প্রায় অস্ত্রের ঝনঝনানি চলছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে সুষ্ঠু ভোট সম্ভব হবে না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান প্রার্থীরা।

কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিনার (ভূমি) নাভিদ সারওয়ার, খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান, খোকসা থানার ওসি মোতালেব হোসেন, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন প্রমুখ।


বিজ্ঞাপন


সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, ৫৫টি অস্ত্র কুষ্টিয়া থেকে খোয়া গিছিল। তার মধ্যে ৩৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি অস্ত্রও নিখোঁজ থাকা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

অবৈধ অস্ত্রের বিষয়ে প্রার্থীদের উদ্বেগের সঙ্গে একাট্টা প্রকাশ করে মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, আপনাদেরকে কথা দিচ্ছি, কুষ্টিয়া থেকে আমরা যতদিন থাকব আপনারদেরকে সঙ্গে নিয়ে সব অস্ত্র গুলি উদ্ধার করব। কথা দিচ্ছি, অস্ত্র কেউ ব্যবহার করতে পারবে না। অস্ত্র কাউকে ব্যবহার করতে দেব না।

তিনি আরও বলেছেন, সবাই নির্বাচনি আচরণবিধি মেনে চলবেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর