কক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার সীমান্তে ‘মাদক পাচারকারীদের সঙ্গে গোলাগুলির পর’ ৬ কোটি টাকা মূল্যের ২ লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
তবে পাচারকারীরা নাফ নদী সাঁতরে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৌলভীবাজার সীমান্তের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি মৌলভীবাজার সীমান্তের জনৈক ইলিয়াছের বাগি সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে দুটি বস্তা কাঁধে নিয়ে সন্দেহজনক ৪ জনকে লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় উপস্থিতি টের পেয়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে মাদক পাচারকারীরা গুলি ছুঁড়ে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছুঁড়ে। পরিস্থিতি বেগতিক দেখে মাদক পাচারকারীরা বস্তা দুটি ফেলে দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমার ভেতরে পালিয়ে যায়।’
‘পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের দুটি বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।’
বিজ্ঞাপন
জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন জানান বিজিবির এ কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস

