ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক বেলেঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সেনাবাহিনীর গাড়িটি সড়কের পাশের একটি বাঁশবাগানের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চারজন সেনাসদস্য আহত হন।

আরও পড়ুন
স্থানীয় লোকজন ও সেনাসদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিজ্ঞাপন
মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান জানান, আহত সেনাসদস্যদের কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ক্যাম্পে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

