গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজার রহমানকে রংপুরের মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে রংপুরের তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে।
বিজ্ঞাপন
আজিজার রহমান (৫৭) সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের রজ্জব আলী মন্ডল ও আছিয়া বেগম দম্পতির ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী। এর আগেও জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিকবার অংশগ্রহণ করেছিলেন তিনি।
স্বজনরা জানায়, আজিজার রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। সেটি যাচাই-বাছাইয়ে বাতিল হয়। এরপর নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। এ কারণে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাসযোগে বাড়িতে ফিরছিলেন। এরপর শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিজার রহমানের মোবাইলফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি পরিবারের লোকজনের কাছে জানায় যে, আজিজার রহমান এখানে আছে। এরপর ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রংপুরের তাজহাট থানা পুলিশের হেফাজতে তাকে পাওয়া যায়।
এ বিষয়ে আজিজার রহমানের ছেলে আশিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে বাসে আব্বুকে অজ্ঞান পার্টির চক্ররা অচেতন করছিল। এ অবস্থায় রংপুরের মডার্ন বাসস্ট্যান্ড থেকে তাকে অচেতনভাবে উদ্ধার করেছে থানা পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে ট্র্যাফিক পুলিশের মাধ্যমে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আজিজার রহমানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

