মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামে দুই পক্ষের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, মাগুরা সদরের নড়িহাটি গ্রামে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘর্ষের সাথে জড়িত স্থানীয় সামাজিক মাতব্বরসহ ২১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবার পরে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে আদালতে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্যের জেরে নড়িহাটি ও হাজিপুর গ্রামে অশান্তি চলে আসছিল। সংঘাত এড়াতে মামলার আসামি হিসেবে ২১ জনকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে

