শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাইবান্ধা-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ প্রার্থী

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধা-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফশিল অনুযায়ী, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাংলাদেশের বিরুদ্ধে গাইবান্ধা-৩ আসন থেকে ৪ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। এ আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা।

গত ১১, ১২ ও ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ওই প্রার্থীদের প্রার্থিতা মঞ্জুর করা হয়।


বিজ্ঞাপন


যারা প্রার্থিতা ফিরে পেলেন- জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক, স্বতন্ত্র এস এম খাদেমুল ইসলাম খুদি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।

উল্লিখিত প্রার্থীরা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা রিটার্নিং অফিসার কর্তৃক তাদের মনোনয়পত্রে কিছু অসংগতি দেখিয়ে বাতিল করেন। এরপর তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে তা মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করা করেছে।

ওইসব প্রার্থীসহ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

প্রার্থিতা মঞ্জুর সিদ্ধান্ত তালিকায় স্বাক্ষর করেন- নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-২ শাখার সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমান।  


বিজ্ঞাপন


এর আগে, গত শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এ সংক্রান্ত সমস্যা কাটিয়ে এখন বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত হবেন তারা।

তফশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ আসনে ১৪৫ ভোটকেন্দ্রে ৯৫২ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর