শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিজ্ঞাপন


‘তুমি কে, আমি কে— হাদি হাদি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। 

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অভিযোগ করেন, হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের নাটক করা হচ্ছে। তারা এসব নাটক বন্ধ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়, নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তার মতো প্রতিবাদী কণ্ঠগুলোকে স্তব্ধ করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা সব প্রকার আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


বিজ্ঞাপন


সমাবেশে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিক, শিক্ষার্থী ও আন্দোলনকারীরা বক্তব্য রাখেন এবং হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর