‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের জুলাই অভ্যুত্থানের যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিজ্ঞাপন
এ সময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, হত্যার ৩৫ দিন পার হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একটি অদৃশ্য শক্তির কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে কি না-সে প্রশ্নও তোলেন তারা।
বক্তারা আরও বলেন, চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা অবিলম্বে খুনের আদেশদাতা, পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
প্রতিনিধি/ এজে

