ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিরামপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকার বিরামপুর গ্রামের একটি মাঠে অভিযান চালানো হয়। এ সময় একটি ঘাসক্ষেতের পাশে মাটি খুঁড়ে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় শুটার গানসদৃশ একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
অভিযানের সময় র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গানসদৃশ একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এমআর

