শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শামীম ওসমানের ২ সন্তানের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ এএম

শেয়ার করুন:

শামীম ওসমানের ২ সন্তানের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
শামীম ওসমানের পরিবার।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছেলে ও কন্যার বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি জানান, আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্যের ছেলে ইমতিনান ওসমান অয়ন ও লাবীবা জোহা অঙ্গণার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


তাদের সম্পদ বিবরণী চেয়েও না পেয়ে দুর্নীতি দমন আইনের-২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।

দুদক সূত্র বলছে, গত ২৬ আগস্ট অয়ন ও অঙ্গনার নামে থাকা সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছিল দুদক। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বৃদ্ধির জন্যও আবেদন করেননি।

দুর্নীতি দমন আইনের ২৬ ধারার ২ উপধারায় বলা হয়েছে, কমিশন কোনো তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানোর জন্য কোনো ব্যক্তির সম্পদ বিবরণী চেয়ে না পেলে কিংবা ওই বিবরণীর তথ্য মিথ্যা মনে করার যথার্থ কারণ থাকলে ওই ব্যক্তি ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নারায়ণগঞ্জ শহরে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শামীম ওসমান সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর