শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস হোমিও মেডিকেল কলেজের সামনে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।


বিজ্ঞাপন


ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় আধা ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরদার জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর