শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মিয়ানমারে পাচারকালে ১০ জন আটক, ৩২ লাখ টাকার নিত্যপণ্য জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

মিয়ানমারে পাচারকালে ১০ জন আটক, ৩২ লাখ টাকার নিত্যপণ্য জব্দ

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২৭ হাজার ৫০০ কেজি মটর ডাল, ১ হাজার কেজি পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য উদ্ধার করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকায় পাচার এবং চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর