বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ন্ত্রী ও নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, খালেদা জিয়ার নামই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম গণতন্ত্রের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে থাকবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নে গ্রামবাসীর উদ্যোগে জাঠিয়ান হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিএনপির নেতা দুলু বলেন, মরহুম ফরিদুল ইসলাম দিলু ছিলেন এলাকার একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী রাজনৈতিক কর্মী। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। তার মতো ত্যাগী নেতাকর্মীদের কারণেই বিএনপি আজও শক্ত অবস্থানে রয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপোশহীন নেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোশ করেননি। নারী শিক্ষার প্রসারে তার অবদানের কথা তুলে ধরে দুলু বলেন, মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ সৃষ্টি, মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সূচনা বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে।
অনুষ্ঠানে বড় হরিশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ময়েজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ কাজী রিয়াজুল হক মমিন, সদস্য সচিব হাফেজ শফিকুল ইসলামসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মাহতাব আলী, চঞ্চলসহ জাঠিয়ান গ্রামের সর্বস্তরের মানুষ।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম ফরিদুল ইসলাম দিলুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

