চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সনদ না থাকা এবং বিক্রয়ের উদ্দেশ্যে আগের দিনের বাসি চিকেন ফ্রাই সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাগর কাবাব ঘর নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স সাগর কাবাব ঘরে কর্মরত কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার পাশাপাশি আগের দিনের বাসি চিকেন ফ্রাই পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।
এ ধরনের অনিয়ম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক জুয়েল রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানের সময় আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ডিপার্টমেন্টাল স্টোর তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

