বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

গাজীপুর সিটি করপোরেশনে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সরাফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে।

এছাড়া পর্যায়ক্রমে শতভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন। সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর