বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গার বিএনপি নেতা ডাবলুর দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজের ইমামতি করেন জীবননগর বসুতিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। পরে মরহুমকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই কাজল হোসেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে তার ভাইয়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।

দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং হাজারো মুসল্লি।


বিজ্ঞাপন


এ সময় পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা অভিযোগ করে বলেন, সেনা অভিযানের নামে পরিকল্পিতভাবে শামসুজ্জামান ডাবলুকে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আশ্বাস নয়, বাস্তব ও কার্যকর পদক্ষেপ চান তারা।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সোমবার রাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যৌথবাহিনীর সদস্যরা আটক করেন। হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই জীবননগর পৌর এলাকায় তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়, যা এলাকায় ব্যাপক উত্তেজনার জন্ম দেয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর