বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বাগেরহাটে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৩১ দফার লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৩১ দফার লিফলেট বিতরণ

বাগেরহাটে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম হোসেন।


বিজ্ঞাপন


এ সময় বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজস, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে মো. ইব্রাহীম হোসেন বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা একটি সময়োপযোগী রূপরেখা। সাধারণ মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ৩১ দফার মধ্যেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে।

তারা ফেরিঘাট এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর