চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর এলাকায় ৫৩ বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা জানান, তারা মানব পাচারকারী মো. শাহিনের সহায়তায় রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।
আরও পড়ুন
সীমান্তে মানব পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

