রাতে ব্যাডমিন্টন খেলে মোটরসাইকেলে চড়ে বাড়িতে ফিরছিলেন দুই বন্ধু মিরাজ সেখ (১৯) ও সজিব (১৭)। কিন্তু মহাসড়কে এক বেপরোয়া ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থেল তারা নিহত হন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশনের পশ্চিম কুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান মুরাদ।
নিহতরা হলেন— পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯) ও একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সজীব (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডের পাশে ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেলে করে মিরাজ শেখ ও সজীব বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা পাংশা ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছালে দ্রুতগামী এক ট্রাক পেছন থেকে সজোরে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান মুরাদ জানান, অজ্ঞাত এক ট্রাকের চাপায় ২ জন মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি

