বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শরণখোলায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২০ এএম

শেয়ার করুন:

C
শরণখোলায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশের একটি মুহূর্ত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী কেন্দ্রীয় দাওয়াতি ছাত্র সংযোগ উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইউনিয়ন জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) শরণখোলা সরকারি কলেজ অডিটরিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে সোয়া ৭টায় সমাবেশটি শেষ হয়। সমাবেশে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের সকল পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


c8

সমাবেশে শরণখোলা উপজেলার সাবেক সভাপতি সোলায়মান গাজীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, উপজেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে শিবিরের আদর্শিক দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে একটা ইনসাফভিত্তিক সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর