বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বৈছাআ নেতাসহ আটক ৩

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বৈছাআ নেতাসহ আটক ৩

ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে হবিগঞ্জ জেলা শহরের চৌধুরীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। সাকিব জেলা সদরের উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে।

গোয়েন্দা সূত্র জানায়, রাতে সাকিব ও তার দুই সহযোগী চৌধুরীবাজার এলাকার মদিনা ট্রেডার্সে গিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জামাল মিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করলে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে রাত ১২টার ১ মিনিটের দিকে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের একটি দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক অন্য দুজন হলেন, জেলা শহরের উমেদনগর এলাকার শাহ আলমের ছেলে শিহাব আহমেদ (২০) ও সদর উপজেলার নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯)।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়। এর আগেও তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর