বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকামেইলে সংবাদ প্রকাশ

বান্দরবানে ২ অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, বান্দরবান 
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে ২ অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর বান্দরবানের গজালিয়া ইউনিয়নে গড়ে ওঠা দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। 

বুধবার (জানুয়ারি) দুপুরে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


 প্রশাসনের তথ্য মতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫(সংশোধিত -২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে গজালিয়া ইউনিয়নের এসবিএম ইটভাটার মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া একই ইউনিয়নের টিএমবি ইটভাটার মালিক করিমূল মোস্তফা স্বপনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হবে। 

 ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, গজালিয়া ইউনিয়নের দুটি অবৈধ ইটভাটা থেকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে। থানচিতে গড়ে ওঠা ইটভাটাসহ আরো কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

অভিযানে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, বুধবার ‘সন্ত্রাসী পাহারায় চলছে আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটা’ শিরোনামে ঢাকা মেইলসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন ও পরিবেশ অধিদফতরের টনক নড়ে। এর পরপরই অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর