চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মেহেদী হাসান জাহিদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহের মাজারের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত মেহেদী হাসান জাহিদ (২৫) জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়রা মাজারের পেছনে খালি গায়ে উপুড় হয়ে পড়ে থাকা এক যুবককে দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রায় আধা ঘণ্টা পর নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
এলাকাবাসীর দাবি, একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে জাহিদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। তাদের ধারণা, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে মারধর করে ওই স্থানে ফেলে রেখে যায়। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

