কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) অলক বিশ্বাস।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় অভিযান চালায় চকরিয়া থানা পুলিশের একটি দল। এ সময় অস্ত্র ও গুলি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে মোসাঃ খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে আটক করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী স্বীকার করেন, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র গোপন করে রাখা হয়েছে।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরের বেডরুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেফতার আসামি মোসা. খুরশিদা বেগম চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মো. নূরুল হক।
বিজ্ঞাপন
চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

