বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে শতাধিক শ্রমিক অসুস্থ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরে শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গীত ব্রাভো অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থ শ্রমিকরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


599659240_1505667910536417_6651159979179536323_n

শ্রমিকদের অভিযোগ, গাজীপুরের টঙ্গী ব্রাভো অ্যাপারেল কারখানায় সকালে কাজ করা অবস্থায় হঠাৎ করে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য শ্রমিকেরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এক পর্যায়ে শহীদ তাজউদ্দীন মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ও টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৪৫ জনকে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ শ্রমিকরা বলছে, তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আবার অনেক শ্রমিক বলছেন, কারখানার ভেতর থেকে একটি গ্যাসের গন্ধ ছিল। তবে কী কারণে এই অসুস্থতার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগে একসঙ্গে বিপুল সংখ্যক রোগী আসায় কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে চাপ সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


614352304_1572404280468806_9009629081522631040_n

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের এটি গণ মনস্তাত্ত্বিক রোগ। আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। যারা ভর্তি হয়েছিল এরই মধ্যে তাদের অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর