কুমিল্লার বুড়িচং উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি ইব্রাহিমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল-লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ইব্রাহিম আলী উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিম আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩ হাজার ৪৮৬ পিস ও ৪৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, ইব্রাহিম আলী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পায়ে হেঁটে অন্য এক মাদক সিন্ডিকেটের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, ইব্রাহিম আলী দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে জড়িত। তিনি এলাকায় একজন মাদক সম্রাট হিসেবে পরিচিত এবং এই কারবারির মাধ্যমে নিজ এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। তার সঙ্গে একটি বড় মাদক সিন্ডিকেট জড়িত বলেও দাবি করেন স্থানীয়রা।
বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, ইয়াবাসহ ইব্রাহিম আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বুধবার (১৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
প্রতিনিধি/টিবি

