মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন।


বিজ্ঞাপন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ-এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ভোলাহাট ১ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আরও প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, ‘বিএনপির আদর্শ, গণতান্ত্রিক রাজনীতি ও বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা আজ বিএনপিতে যোগদান করেছি। দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই।’

উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি আরও শক্তিশালী হবে।’


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠান ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/  এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর