মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে ২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে ২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফুল মিয়া আনুষ্ঠানিকভাবে দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়াজিত এক সংবাদ সম্মলনে তিনি এ ঘোষণা দেন।


বিজ্ঞাপন


একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মলন পাঠ করা লিখিত বক্তব্যে ফুল মিয়া বলেন, তিনি ২০০১ সাল থেকে অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় তিন বছর আগে জনস্বার্থ ও স্থানীয় জনগণের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলে দাবি করন।

তিনি বলেন, বর্তমানে বাস্তবতায় নিজের ভুল উপলব্ধি করতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবী ও রাজনৈতিক কর্মকান্ড থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ালাম।

একই সংবাদ সম্মলনে মাসলেম উদ্দিন বলেন, তিনিও দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে আর যুক্ত থাকতে চান না। তাই তিনি আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।


বিজ্ঞাপন


সংবাদ সম্মলনে স্থানীয় বাসিন্দার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর