মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে বৌভাতে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, কনের নানির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) 
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে বৌভাতে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, কনের নানির মৃত্যু

মিরসরাইয়ে বৌভাতে যাওয়ার পথে কনেযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কনের নানি ফাতেমা বেগম (৫৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫ জন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ফাতেমা বেগম মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি অতিরিক্ত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তেই চালক দরজা খুলে লাফ দিয়ে নেমে যান। ওই সময় মাইক্রোবাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, ‘আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম দুটি মাইক্রোবাস পাল্লা দিয়ে আসছিল। হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে যায়। চালক সাথে সাথে লাফ দিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত গতির কারণেই আনন্দ অনুষ্ঠানটি বিষাদে রূপ নিল।’

এ বিষয়ে বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিকাশ জানান, দুপুরে ফাতেমা বেগম নামে একজনকে মৃত অবস্থায় এবং ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের মরদেহ পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহটি নিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর