রাজশাহীর দুর্গাপুরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার কয়ামাজমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকেলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতার যুবলীগ নেতার নাম মিন্টু রহমান (৩৯)। তিনি উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে মিন্টু রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মিন্টু রহমানকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে

