হৃদরোগে আক্রান্ত মৃত্যু বরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৩নং ওয়ার্ডের সহ-সভাপতি হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ কারাগারে অসুস্থ হলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
নিহত হমায়ুন কবির গলাচিপা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি, মরহুম চান শরীফ সরদার সাহেবের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জানা যায়, নিহত হুমায়ণ কবিরের আত্মীয় স্বজনরা কারাগারে যোগাযোগ করলে তাদের হাসপাতালে যাওয়ার জন্য বলেন। তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ রেজাউল হক জানায়, কারাগার থেকে হুমায়ুন কবিরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। আবার ঢাকা মেডিকেল থেকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠালে সেখানে তিনি মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৩নং ওয়ার্ডের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে পুলিশ গত বছরের ১৮ ডিসেম্বর গ্রেফতারে করে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

