মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘তারেক রহমানের নেতৃত্বেই দেশ গণতন্ত্রের পথে ফিরবে’

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

‘তারেক রহমানের নেতৃত্বেই দেশ গণতন্ত্রের পথে ফিরবে’
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাধবপুর উপজেলা কমান্ডের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।

বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন চালিয়েছে। তার মতে, চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে এবং কারাবন্দি রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন

‘খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য মানবিক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন’

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি আজও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী। দলের চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত কাণ্ডারি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার নেতৃত্বেই দেশ গণতন্ত্রের পথে ফিরবে।

প্রধান অতিথি তার বক্তব্যে, হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের আহ্বান জানান।

মাধবপুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী দুলা মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, ওসমান, আবু ছায়েদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর