মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গুইমারায় ইটভাটা চালুর দায়ে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

গুইমারায় ইটভাটা চালু দায়ে ১ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি গুইমারার বাইল্যাছড়িতে ইটভাটাতে ইট প্রস্তুত করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না।


বিজ্ঞাপন


গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি এলাকার এমবিএম ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসকাতুল তামান্না বলেন, সরকারি আইন অমান্য করে ভাটা স্থাপন ও ইট তৈরি করায় জরিমানা করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর