মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪, জব্দ হলো ১৬ লাখ টাকা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪, জব্দ হলো ১৬ লাখ টাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল ও মাদকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সেনাবাহিনীর নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় এই অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— উপজেলার ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সুজন (৩০), পাড়া মনোহরদী এলাকার আরজু ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (৩৫), বাড়ির মালিক মো. নাঈম (৪২) ও তার স্ত্রী রুনা বেগম (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. নাঈমের বসতঘরে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পুরিয়া হেরোইন, ১টি বিয়ারের ক্যান, ১৫০ গ্রাম ওজনের এক বোতল মদ এবং মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির হিসাব রাখা ৬টি খাতা জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারদের মধ্যে মো. নাঈমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার কাছে অস্ত্র ও বিস্ফোরক রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের রান্নাঘরে চালের ড্রামের ভেতর তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ২টি ম্যাগজিন, ১০টি তাজা ককটেল, ১টি দা, ২টি ধারালো ছুরি ও ১টি চাপাতি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক উপাদানাবলি আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর