কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিদ্যুৎকেন্দ্রের ভেতর পরিত্যক্ত মালামাল রাখার স্থান বা 'স্ক্র্যাপ ইয়ার্ডে' আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানান, বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। আমাদের দুটি ইউনিটের নিরলস প্রচেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিদ্যুৎকেন্দ্রের আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার কথা চিন্তা করে পার্শ্ববর্তী অনেক পরিবারের সদস্যরা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। উল্লেখ্য, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প।
এজেড

