মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে পুলিশ সদস্যের বসতঘরে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধে পুলিশ সদস্যের বসতঘরে অগ্নিসংযোগ

পটুয়াখালী সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (১২ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ধনখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম মো. ফিরোজ আলম। তিনি বর্তমানে ভোলা থানায় কনস্টেবল পদে কর্মরত। তার দাবি, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ফিরোজ আলমের ছেলে মো. ফয়েজ আলম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা গেছে, ফিরোজ আলমের পরিবার চাকরির সুবাদে ভোলায় বসবাস করেন। গত শুক্রবার (৯ জানুয়ারি) এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তারা পটুয়াখালীর নিজ বাড়িতে আসেন। এরপর তারা পাশেই এক আত্মীয়ের (খালার) বাসায় বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় শনিবার ভোররাতে খবর পান যে, দুর্বৃত্তরা তাদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে।

IMG-20260112-WA0009

ভুক্তভোগীদের অভিযোগ, খবর শুনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত মো. আউয়াল সিকদার, ফরিদ সিকদার, মোসা. আমিরুন নেছা ও আরিফসহ অজ্ঞাত ব্যক্তিরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। তখন তারা প্রাণের ভয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এমনকি পরবর্তীতে পুলিশে খবর দিতে গেলেও তাদের ওপর হামলা ও হত্যাচেষ্টা চালানো হয় বলে দাবি পরিবারের।

স্বজনরা জানান, জমি নিয়ে অভিযুক্তদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ। এর আগেও একাধিকবার মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই অগ্নিসংযোগে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


বিজ্ঞাপন


পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর