নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জের ধরে রায়হান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১২ জানুয়ারি (সোমবার) রাত আটটায় ইসদাইর এলাকায় সড়কে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে গলাচিপা এলাকার মেছের আলী ছেলে ও পেশায় বাবুর্চি।
বিজ্ঞাপন
নিহতের মেজো ছেলে সাব্বিরের অভিযোগ, গত এক মাস তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রাজ্জাকে সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে পায়ে ছুরিকাঘাত করে। ধারণা করা হচ্ছে রাজ্জাকই এ হত্যার সাথে জড়িত।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবু রায়হান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যা সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
প্রতিনিধি/এজেড

