চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মো. নুরুজ্জামান মাল (৮০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ মৃধা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি গ্রামের বাহরী মালের পুত্র মো. নুরুজ্জামান মাল স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এজে

