চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন, চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। নির্বাচন পরিচালনার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ. এম. এম. নাসির উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে বিষয়টি উল্লেখ করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
বিজ্ঞাপন
মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, রোববার (১১ জানুয়ারি) নির্বাচন বোর্ড চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে তিনি চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনার অনুরোধ জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের গত ১১ ডিসেম্বরের রায় এবং চলতি বছরের ৭ জানুয়ারির আদেশের কপি চেম্বার কর্ত...পক্ষ হাতে পেয়েছে। ওই রায় ও আদেশের আলোকে চেম্বারের পক্ষ থেকে চট্টগ্রাম জজ আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরীর কাছ থেকে আইনগত মতামত নেওয়া হয়।
তিনি লেখেন, টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ছয়টি পরিচালক পদ বহাল রেখে মোট ২৪টি পরিচালক পদে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।
চেম্বার সূত্র জানায়, মামলাসংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করা হয়। গত ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪টি পরিচালক পদে নির্বাচনের দিন নির্ধারিত থাকলেও সে সময় নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
তফশিল অনুযায়ী, অর্ডিনারি মেম্বার ক্যাটাগরি থেকে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরি থেকে ৬ জন, ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
প্রতিনিধি/ এজে

