সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদরে ট্রেনের ধাক্কায় আসিফ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে টেংরামারি রেলগেট সংলগ্ন রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।


বিজ্ঞাপন


রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, আসিফ নেশায় আসক্ত ছিল। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরের দিকে রেললাইনের আশপাশে ঘোরাঘুরির সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর