বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এনামুল হাওলাদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর থানার কাড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি মো. মিজানুর রহমান।
বিজ্ঞাপন
আটক এনামুল হাওলাদার কাড়াপাড়া গ্রামের মো. সলেমান হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাট সদর থানার কাড়াপাড়া গ্রামে মাদকের একটি বড় চালান নিয়ে এনামুল হাওলাদার নামের এক ব্যক্তি হাত বদলের জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এনামুল হাওলাদারের হেফাজত থাকা ট্রলি ব্যাগে রাখা ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

