সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আশ্রয় দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

আশ্রয় দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ করলেন দুই আনসার সদস্য

আশ্রয় দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার এই বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


 এর আগে, রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যেরাতে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনাটি ঘটে।

গ্রেফতার আনসারা সদস্যরা হলেন, মানিকগঞ্জ আনসার ক্যাম্পের আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদ।

ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে তার স্বামী নারায়ণগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে আসছিলেন। এসময় রাত ১টার দিকে তারা মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে পৌঁছান। রাত গভীর হওয়ায় জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আশ্রয়ের জন্য আসেন। হাসপাতালের কর্মরত আনসার সদস্যরা তাদের পরিচয় নিয়ে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় থাকতে বলেন। পরে রাত ৪টার দিকে দুই আনসার সদস্য তাদের কাছে গিয়ে উল্টাপাল্টা জিজ্ঞাসাবাদ করেন। এসময় গৃহবধূর স্বামীকে দুই আনসার সদস্য নিচ তলায় নিয়ে আসে। সেখানে এক আনসার সদস্য তার স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য আবার দু-তলায় যায়। কিছুক্ষণ পরে সেই আনসার সদস্য ফিরে এসে বলে, তুই তো মিথ্যা কথা বলছিস। এর পরে অন্য আনসার সদস্য আবার তার স্ত্রীর কাছে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এরপর সে ফিরে এসে বলে, তোরা তো রাতে কিছুই খাসনি দোকান থেকে কিছু কিনে তোর স্ত্রীর কাছে যা। সকালে চলে যাইস। পরে গৃহবধূর স্বামী তার স্ত্রী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্না করে বলেন, আমাকে এখান থেকে নিয়ে চল। গৃহবধূর স্বামী স্ত্রীকে কিছুই জিজ্ঞাসা না করে আনসার সদস্যদের কাছে বলে তার ভ্যানে স্ত্রীকে উঠিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলে আসেন। এরপর গৃহবধূকে তার স্বামী জিজ্ঞাসা করেন, কি হয়েছে খুলে ভালো। এরপর কান্না করে গৃহবধূ তার স্বামীকে জড়িয়ে ধরে বলেন, ওই দুই আনসার সদস্য আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে গৃহবধূর স্বামী তার স্ত্রীকে নিয়ে সদর থানায় এসে পুলিশের কাছে সব খুলে বলেন।

আরও পড়ুন

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফেনীতে ঘর পেলেন বিধবা রহিমা

এ বিষয়ে মানিকগঞ্জের সদর থানার তদন্ত ওসি আমিনুর ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে দুই আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনসার সদস্যদের জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান বলেন, গ্রেফতার দুই আনসার সদস্যকে বহিষ্কার করা হয়েছে, এছাড়াও এ বিষয়ে আমাদের উপরের স্যারদের জানানো হয়েছে।

মানিকগঞ্জ জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন জানিয়েছেন, ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এখন রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, গ্রেফতার দুই আনসার সদস্য ধর্ষণের কথা প্রাথমিকভাবে শিকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর