গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ট্রাক্টরের ধাক্কায় কাবিল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার ছেলের বিয়ের দাওয়াত দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কাবিল মিয়া উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ছেলের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য কাবিল মিয়া তার ভাই হাতেম মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে একটি মাটিভর্তি ট্র্যাক্টর তাদের ধাক্কায় দেয়। এসময় ছিটকে পড়ে ঘটনাস্থলে কাবিল মিয়া নিহত এবং হাতেম মিয়া আহত হয়েছেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহত কাবিল মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে

