সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফেনীতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

ফেনীতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে আবু ছালেহ মাসুম নামে এক ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের ট্রাংক রোডস্থ গফুর হাজারী ফার্মা সংলগ্ন গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।


বিজ্ঞাপন


অভিযুক্তের বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে। তিনি ওই গ্রামের শহীদ উল্যাহর ছেলে।

thumbnail_46789

অভিযানকালে দেখা যায়, শুধুমাত্র চিকিৎসকদের ব্যবহারের জন্য নির্ধারিত “Not for Sale” লেখা ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে। যা স্পষ্টভাবে ওষুধ ও কসমেটিকস আইনের লঙ্ঘন। এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতর ফেনীর সহকারী পরিচালক মৌসুমী আক্তার, তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশ গুপ্ত।

আরও পড়ুন

কুমিল্লা সীমান্তে ৪৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এনে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। অভিযানে সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়, ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

thumbnail_46785

জেলা ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ ও এতে রোগীদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর