সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সপ্রাবি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

সপ্রাবি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

‎সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ডিভাইস জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে এ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে কাছারি বাজার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।   


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন- শিক্ষক সমন্বয়ক আবুল বাশার, শিক্ষক তাজুল ইসলাম তমাল, আব্দুল মোস্তাকিম, শিক্ষার্থী সাব্বির আহম্মেদ মুকুট, মোকাব্বির, সাগর ইসলাম, মেহেদি হাসানসহ অনেকে।

‎বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় মেধাবী প্রার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে এ বিতর্কিত পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে পুনরায় পরীক্ষা গ্রহণ করা জরুরি। এ দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর